img

অভিনয় নিয়ে নাকি ক্যারিয়ার গড়তেই চান না অক্ষয় কুমার ও টুইংকেল খান্নার ছেলে আরভ ভাটিয়া। ২০০২ সালের ১৫ সেপ্টেম্বর মুম্বাইয়ে জন্ম তার। ২৩ বছর পার করে ফেলেছেন তিনি। মুম্বাইয়ে থাকেন না। ১৫ বছর বয়স থেকেই মা-বাবার থেকে দূরে, বিদেশে থাকেন। ছেলের প্রেমজীবন থেকে বন্ধুবান্ধব— সবকিছু নিয়েই বেশ চিন্তায় থাকেন টুইংকেল। খবর আনন্দবাজার অনলাইনের।

বলিপাড়ার সূত্র জানান, উচ্চশিক্ষার জন্য সিঙ্গাপুরে চলে যান আরভ। সিঙ্গাপুরের একটি কলেজ থেকে স্নাতক পাশ করেছেন। সেখান থেকেই ফ্যাশন নিয়ে পড়াশোনা করার জন্য লন্ডনে চলে যান। বাবার মতো শরীরচর্চার প্রতি ছোটবেলা থেকেই আগ্রহ আরভেরও। মাত্র চার বছর বয়স থেকে মার্শাল আর্টের প্রশিক্ষণ নিতে শুরু করেন তিনি। 

দুই ধরনের বিশেষ ক্যারাটের প্রশিক্ষণ নেওয়ার পরে ‘ব্ল্যাক বেল্ট’ পেয়েছেন আরভ। জাতীয় স্তরের জুডো প্রতিযোগিতায় যোগ দিয়ে বিজয়ী হয়েছেন তিনি। শোনা যায়, অভিনয়ে আসতে চান না অক্ষয়-টুইংকেলের ছেলে। ফ্যাশন ইন্ডাস্ট্রিতেই ক্যারিয়ার গড়তে চান বলে বাবা-মাকে জানিয়েছেন আরভ।

টুইংকেল জানান, তার ছেলে বড্ড সাদাসিধে, সরল। ফলে ছেলেকে নিয়ে বেশ চিন্তায় থাকেন তারা। বিশেষ করে লোকে আরভের ভালোমানুষির অযাচিত সুবিধা নিতে পারে বলে ভয় পান তারকাদম্পতি। অভিনেত্রীর কথায়, ছোটবেলা থেকে আমার ছেলে খুব শান্ত স্বভাবের। নরম মনের ভদ্র মানুষ। সে কারণে, ওর প্রেমজীবন কিংবা বন্ধুবান্ধব নিয়ে চিন্তায় থাকি। সহজেই ওর ভালোমানুষির সুযোগ নিয়ে নেয় মানুষ। ছেলেকে যদিও সাবধানবাণী দিয়ে রেখেছেন। টুইংকেল বলেন, আমি ছেলেকে সব সময় বলি নিজের চারিদিকে একটা সীমানা দিয়ে রাখতে।

এই বিভাগের আরও খবর